স্বামীর সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরে এসেছেন তিনি। দিন কয়েক ধরে তার শেয়ার করা মলদ্বীপের সেই সমস্ত লাস্যময়ী ছবি নেটিজেনরা উপভোগ করছেন। তাঁর অনুরাগীর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। তিনি আর কেউ নন ‘দুপুর ঠাকুরপো ২’ ওয়েব সিরিজের মোনালিসা ওরফে ঝুমা বৌদি। যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন সেক্সি-হট ঝুমা বৌদি। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। এবার তাঁকে নতুন ওয়েব সিরিজ ‘রাত্রি কি যাত্রী ২’তে দেখা যাবে। এই সিরিজের প্রথম পর্ব যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। যদিও সে পর্বতে মোনালিসার ছিলেন না। লাল শাড়ি পরা নতুন সিরিজের বোল্ড লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোনালিসা। শাড়িতেও তিনি সমান লাস্যময়ী। নতুন সিরিজেও তাঁকে আগের মতন বোল্ড লুকেই দেখা যাবে। ছবির ক্যাপশনে মোনালিসা লিখেছেন,’আমি আমার কাজকে খুব ভালোবাসি। প্রত্যেকটি কাজে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। নতুন ওয়েব সিরিজেও তাই হবে’। ‘রাত্রি কি যাত্রী ২’ ওয়েব সিরিজে মোনালিসাকে দেখা যাবে জেসমিনের চরিত্রে।
ভোজপুরি ছবি দিয়ে মোনালিসার রূপোলি পর্দায় অভিষেক হয়েছিল। এরপর বেশ কিছু মারাঠি,হিন্দি ভাষাতেও ছবির কাজ করেছেন তিনি। ‘রাত্রি কি যাত্রী ২’ ছাড়াও আরো একটি ওয়েব সিরিজ ‘ধাপ্পা’তেও কাজ করতে চলেছেন মোনালিসা।