বাঁকুড়া ও বীরভূম : ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিভিন্ন জেলায় তদন্তে যাচ্ছে সিবিআইয়ের তদন্তকারী দল। সোমবার বাঁকুড়ায় পৌঁছয় সিবিআই। বাঁকুড়ার কোতুলপুরের রাইবাঘিনী এবং ইন্দাসের নাড়রা গ্রামে দুটি পৃথক ঘটনায় মৃত ২ বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করে সিবিআইয়ের তদন্তকারীরা। এর আগে ২৭ অগস্ট ওই দুই এলাকায় তদন্তে আসে সিবিআই। তারপর ফের ২৮ অগস্ট ওই দুই এলাকায় গিয়ে ঘটনাস্থলগুলি ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। তার এক দিন বাদে ৩০ অগস্ট সোমবার ফের ঘটনাস্থল পরিদর্শনে আসে সিবিআই। তারা দুটি ভাগে ভাগ হয়ে গিয়ে ওই এলাকায় তল্লাশি চালায়। পরে প্রায় দেড় কিমি দূরে মির্জাপুর এলাকায় যে হোটেলে কুশ ক্ষেত্রপাল কাজ করতেন সেই হোটলের অন্যান্য কর্মী ও মালিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন সিবি আই দলের আধিকারিকরা। পাশাপাশি এলাকাবাসীর সাথে কথাও বলেন তাঁরা। অন্যদিকে এদিন নাড়রা গ্রামে গিয়ে মৃত বিজেপি কর্মী অরুপ রুইদাসের পরিবার ও এলাকার মানুষের সাথে কথা বলেন সিবিআই এর অপর একটি প্রতিনিধি দল।।
আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তে বীরভূমে সিবিআই
একই দিনে বীরভূমের ইলামবাজারের গোপালনগর গ্রামে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ফল ঘোষণার দিন নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয় গৌরব সরকারকে। এই ঘটনায় জখম হন গোপালের দাদা। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দু’বার গৌরব সরকারের পরিবারের সঙ্গে কথা বলে গেছে। আবারও সোমবার তৃতীয়বারের জন্য গোপালনগর গ্রামে যায় সিবিআই।