কাবুল: আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আর একদিন বাকি৷ ৩১ অগস্ট আফগানিস্তান থেকে বাক্স প্যাটরা গুছিয়ে চলে যেতে হবে আমেরিকাকে (America)৷ সেই সময়সীমা যত কাছে আসছে ততই বোমা-গুলির শব্দে ক্ষত বিক্ষত হচ্ছে কাবুলিওয়ালার দেশ৷ রক্তাক্ত হচ্ছে আফগানভূমি৷
রবিবারের পর সোমবার৷ আজ সকালে কাবুল বিমানবন্দরের বাইরে পরপর ছোড়া হল রকেট৷ আফগান মিডিয়া টোলো নিউজ জানিয়েছে, খৈর খানা এলাকার একটি গাড়ি থেকে ওই রকেটগুলি ছোড়া হয়৷ কাবুল বিমানবন্দরের কাছে ঘন ঘন হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশছাড়ার অপেক্ষায় বসে থাকা আফগানদের মধ্যে৷
আরও পড়ুন: কৃষকদের মাথা ফাটিয়ে দিতে বলা অফিসার ‘সরকারি তালিবান’: রাকেশ টিকায়েত
এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কারা এই হামলার নেপথ্যে৷ কোনও জঙ্গি গোষ্ঠী রকেট হামলার দায় স্বীকার করেনি৷ প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, পর পর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ পরে জানতে পারেন রকেট ছোড়া হয়েছে৷ ওই রকেটগুলি গিয়ে পড়ে পড়শি এলাকায়৷ তার পর শোনা যায় গুলির শব্দ৷ কে বা কারা গুলি চালিয়েছে সেটা জানা যায়নি৷ এই রকেট হামলায় প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ হামলার পরেও মার্কিন বাহিনী উদ্ধারকার্য চালিয়ে গিয়েছে৷
আরও পড়ুন: নিশানায় ছিল মার্কিন-ব্রিটিশ বিমান! কাবুলে রকেট হামলা ঘিরে উঠছে প্রশ্ন
রবিবার বিকালে কাবুল বিমানবন্দরের বাইরে রকেট হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ জঙ্গিদের টার্গেট ছিল মার্কিন সেনা ও নাগরিক৷ ওই হামলায় দুই জনের মৃত্যু হয়েছে৷ পরে হামলার দায় স্বীকার করে আইএস-কে৷