কলকাতা: প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনী লেখারার (Avani Lekharar)। ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ভারতকে এনে দিলেন সোনার পদক। রেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী অবনী। মহিলাদের শ্যুটিং এস এইচ ১ (SH-1) বিভাগে ২৪৯.৬ পয়েন্ট পেয়ে প্রথম হলেন তিনি। ভারতের প্রথম মহিলা যিনি প্যারালিম্পিক্সে সোনা জিতলেন।
এয়ার রাইফেলে দ্বিতীয় স্থানে শেষ করে চীন। চীনের কুইপিং ঝ্যাং পেয়েছেন ২৪৮.৯ পয়েন্ট এবং ব্রোঞ্জজয়ী ইউক্রেনের ইরয়ানা শ্চেতনিক স্কোর করেন ২২৭.৫ পয়েন্ট। সোনার মেয়ে অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনা জেতার খবর ছড়াতেই উৎসবের মেজাজে ভাসছে দেশবাসী।
প্যারালিম্পিক্সে ভারতের হয়ে এর আগে সোনা পেয়েছেন তিনজন। সাঁতারু মুরলিকান্ত পেটকার ১৯৭২ সালে প্রথম সোনা আনেন। এরপর জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ২০০৪ এ প্রথম সোনা জেতেন। দ্বিতীয়বার তিনি সোনা পান ২০১৬ তে । ওই বছরই হাই জাম্পার থাঙ্গাভালু মারিয়াপ্পানও সোনা জেতেন। এরপর ২০২০ র প্যারালিম্পিক্সে চতুর্থ ভারতীয় হিসাবে সোনা ঘরে আনলেন অবনী লেখারার।
আরও পড়ুন: প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জয় বিনোদ কুমারের