জাতীয় ক্রীড় দিবসের দিনে অভাবনীয় সাফল্য ভরতের| দুটো রুপোর পর এল আরও একটি ব্রোঞ্জ| ডিসকতাস থ্রোতে ব্রোঞ্জ পদল জিতলেন বিনোদ কুমার| ১৯.৯১ মিটার ডিসকাস ছুঁড়ে ব্রোঞ্জর পদক গলায় তুলে নিলেন বিনোদ|
একসয় ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন তিনি| সেখানেই এক দূর্ঘটনায় প্যারালাইসিসের শিকার হন| কিন্তু হাল ছাড়েননি কখনও| দীর্ঘ চিকিতসার পর সুস্থ হয়ে ওঠেন| সেই থেকেই প্যারা স্পোর্টসে নতুন দৌড় শুরু তাঁর|
রিও প্যারালিম্পিক্সে ভারতের পারা অ্যাথলিটদের দখে নিজকে উদ্বুদ্ধ করেন| চ্যালেঞ্জটা তখন থেকেই নিয়েছিলেন| অবশেষে সফল বিনোদ কুমার| টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন তিনি|
রবিবার ভাবীনাবেন, নিশাদের পর ভারতের তৃতীয় পদক এল তাঁরই হাত ধরে| বিনোদকে নিয় গর্বিত গোটা দেশ| সোশ্যাল সাইটে শুভেচ্ছা বার্তার ঢল|