মেকআপ নিয়ে অল্প বিস্তর পরীক্ষা নিরিক্ষা চলতেই থাকে। নিউড মেকআপ, মিরর স্কিন, ক্লাউড স্কিন লুক ইদানীং মেকআপের নানা স্টাইল ছেয়ে গেছে বিউটি ওয়ার্ল্ডে। তা ছাড়া ম্যাট আর শিয়ার লুক মেকআপ তো আছেই। তবে এত কিছু লুকের জন্য যেটা সবথেকে জরুরী সেটা হল মেকআপের আগে সঠিক বেস। আর এখানেই প্রয়োজন ভাল প্রাইমারের। তবে অনেকই মেকআপের অন্যান্য সামগ্রী কেনার বিষয়ে যতটা চিন্তাভাবনা করেন প্রাইমার বাছার বিষয় ততটা মাথা ঘামান না। এর ফলে মেকআপও মনের মত হয় না। ত্বকে আর্দ্রতা বাড়ানোর পাশাপাশি ত্বকের রোমছিদ্রগুলিকে আড়াল করে মসৃণ করে তুলতে এই প্রাইমারের জুড়ি নেই। তাই ভাল প্রাইমার বাছতে হলে পকেটে টান পড়তে বাধ্য। সেক্ষেত্রে প্রাকৃতিক উপাদান দিয়ে সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাইমার। রইল প্রাইমার তৈরির রেসিপি-
১. আপনার রোজকার ব্যবহারের ময়শ্চরাইজারের সঙ্গে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ভাল করে মিশিয়ে নিন যাতে অ্যালোভেরা জেল একেবারে মিশে যায়। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই মিশ্রণে ২ফোঁটা উইচ হেজেল মিশিয়ে দিন। এর ফলে ব্রণ বা ফুসকুড়ির মতো সমস্যা হবে না। এবার মেকআপ শুরু করার আগে এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন।
২. আপনার ত্বকের চাহিদা অনুযায়ী সানস্ত্রিন বেছে নিন। এবার এই সানস্ক্রিনের সঙ্গে ২চামচ অ্যালোভেরা রস মিশিয়ে দিন। এরপর অল্প একটু ফাউন্ডেশন মিশিয়ে নিন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কাজে দেবে। আপনার ত্বক সুরক্ষিত ও সুন্দর থাকবে।
৩. ত্বক শুষ্ক থাকলে ২ চামচ অ্যালোভেরা জেল এক চামচ অলিভ অয়েলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। ব্যাস আপনার হোমমেড প্রাইমার রেডি। মেকআপের আগে এই প্রাইমার মুখে লাগিয়ে নিন। এবং শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করে মেকআপ শুরু করুন।
৪. এক চামচ গ্লিসারিনে ৩ চামচ জল ভাল করে মিশিয়ে নিন। এবার এতে আপনার ব্যবহারের আধ চামচ ময়শ্চরাইজার দিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। মেকআপের আগে এই স্প্রে ব্যবহার করুন। স্প্রে করার পর ভাল করে শুকিয়ে নিন।