প্রতিযোগিতা মূলক ফুটবলে আবারও পিরছেন অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলা আলোয়ার আলী| শারীরিক সমস্যার জন্য ২০১৯-র পর তাঁর ফুটবল জীবন অনিশ্চিত হয়ে পরেছিল|
হার্টের সমস্যার থাকায় যে কোনও সময় বিপদের আশঙ্কা ছিল আনোয়ার আলির| দীর্ঘ চিকিতসার পর শেষপর্যন্ত বিশেষজ্ঞরা তাঁকে মাঠে নামার অনুমতি দিয়েছিলেন| ফেডারেশনের মেডিক্যাল টিমও সমস্ত কিছু ভালভাবে দেখে নেয়| কিন্তু তাঁকে খেলার অনুমতি দেওয়া নিয় দ্বিধায় ছিল ফেডারেশন|
এরপরই আইনের দ্বারস্থ হয়েছিলেন অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের ডিফন্ডার আনোয়ার আলি| অবশেষে আনোয়ারের থেকে এফিডেভিট জমা নিয়ে ফুটবল খেলার অনুমতি দিল ফেডারেশন| যে ক্লাবে আবোয়ার খেলার সুযোগ পাবেন, সেখানেও জমা করতে হবে এই এফিডেভিট|