প্যারালিম্পিক্সে ইতিহাসের সামনে ভারতের ভাবীনাবেন প্যাটেল| জীবনে প্রথমবার প্যারালিম্পিক্সে যোগ দিয়ে ফাইনালে পৌঁছলেন তিনি| সেইসঙ্গে প্রথম ভারতীয় হিসাবে টেবিল টেনিসে এই রেকর্ড গড়লন তিনি|
রবিবার শেষ বাধাটুকু টপকাতে পারলেই দেশকে এনে দিতে পারবেন প্রথম সোনা| শনিবার হাড্ডহাড্ডি লড়াইয়ে চিনের মিয়াও জাংকে ৩-২ গেমে হারিয়ে রুপো নিশ্চিত করে ফেললেন ভাবীনাবেন|
মাত্র ৩৪ মিনিটের লড়াইয়ে বিশ্বের তৃতীয় বাছাইকে ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১ ও ১১-৮ পয়েন্টে জয় নিশ্চিত করন এই ভারতীয় টিটি তারকা| রবিবার ফাইনালে তাঁর সামনে বিশ্বের শীর্ষ বাছাই|
ফাইনালে তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ| যদিও ভয় পাচ্ছেন না তিনি| সোনা জেতার ব্যপারে আত্মবিশ্বাসী ভাবীনাবেন|