কলকাতা: তিনি এলেন ৷ আক্রমণ করলেন ৷ প্রতিবাদ জানালেন ৷ স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়লেন ৷ রাজ্য-রাজ্যের বাইরের কর্মী-সমর্থকদের মনজয় করলেন ৷ গত বিধানসভা নির্বাচনে বিপুল জনসর্থন পাওয়ার পর চেনা ছন্দে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শনিবার তৃণমূল ছাত্রযুবর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিজেপি বিরোধী আক্রমণকে উচ্চগ্রামে নিয়ে গেলেন মমতা। বেশ কিছুদিন ধরে নরেন্দ্র মোদি-অমিত শাহ-রা দেশের যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক সার্বভৌমত্ব নষ্ট করছিলেন বলে অভিযোগ জানাচ্ছিলেন মমতা। এবার ছাত্রযুবর মঞ্চ থেকে দেশের সব বিরোধী মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার৷ বোঝানোর চেষ্টা করলেন কীভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভঙ্গ করছেন মোদি-রা৷
আরও পড়ুন- ‘মারোগে না লাথ’ জেলা শাসকের নির্দেশ পেয়েই ‘কৃষক’দের মাথা ফাটালো পুলিশ!
আজ কেন্দ্র বিরোধী স্বরকে প্রথমেই তীব্র করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথার রেশ টেনেই মমতার হুঁশিয়ারি, কোনও রকম চাপের কাছে মাথানত করবে না তৃণমূল। যে ভাবে বেশ কিছুদিন ধরে জগদীপ ধনকড় রাজ্য সরকারকে বিব্রত করে করে চলেছে তারও কড়া ভাষায় নিন্দা করেন মমতা। তৃণমূল নেত্রী স্পষ্ট মন্তব্য, ‘ রাজ্যপালের এই ভূমিকা মানুষ মেনে নেবেন না।’
আরও পড়ুন- মহীশূর গণধর্ষণ কাণ্ডে ধরা পড়ল নাবালক-সহ পাঁচ অভিযুক্ত
বাংলার মাটিতে যে ভাবে পর্যদস্তু করেছে তৃণমূল সেই উদাহরণ তুলে মমতার হুঙ্কার, কোনও রকম বিরোধিতার কাছে মাথা নত করবে না তারা। নতুন ভারত গড়ার ডাক দিয়ে মমতার আহ্বান, স্বপ্ন দেখুন, তাহলেই সফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়৷ মমতার আশ্বাস এই স্বপ্ন বিজেপি মুক্ত ভারতের ৷ এই স্বপ্ন গণতান্ত্রিক ভারতের৷ এই স্বপ্ন সব দলের গণতান্ত্রিক-যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ার ৷