বসিরহাট: প্রতীক্ষার অবসান। শনিবার বসিরহাট রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে চালু হল রেল পুলিশের একটি তদন্তকারী সেন্টার । সূত্রের খবর, মূল কাজ হবে লেবুতলা হল্ট স্টেশন থেকে হাসনাবাদ রেল স্টেশন অবধি ট্রেন ও ট্রেনের বাইরের একাধিক অসামাজিক কাজ প্রতিরোধ করা। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় এর আগে একাধিকবার অসামাজিক ঘটনা সামনে এসেছে। অ্যাসিড হামলা, ট্রেনের মধ্যে অনেক সময় চুরি-ছিনতাই এমনকি শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। যারফলে সব মিলিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হত যাত্রীদের।
আরও পড়ুন: ইন্টারপোলের সাহায্যে মেয়েকে ফিরে পাওয়ার লড়াইয়ে জয়ের স্বপ্ন এক বাবার
বসিরহাট রেলওয়ে থানা
আরও পড়ুন: ডুয়ার্সের সৌন্দর্য এবার ভিস্তা ডোম স্পেশালের হাত ধরে
এই তদন্তকারী সেন্টারটি চালু হওয়ার ফলে যাত্রী নিরাপত্তা অনেকটাই সুরক্ষিত হবে বলে মনে করছে রেল আধিকারিক ও যাত্রীরা। বর্তমানে একটি অফিসে তদন্ত সেন্টার চালু হলেও আগামী দিনে লক আপ ও অন্যান্য সুবিধা সহ একটি নতুন ও আধুনিক থানা পেতে চলেছে বসিরহাট রেলওয়ে স্টেশন। বারাসাত জংশন জিআরপির ইন্সপেক্টর সোমনাথ দত্ত জানান, এই সেন্টার উদ্বোধনের ফলে যাত্রীদের নিরাপত্তা আরও বাড়বে। পাশাপাশি যাত্রীদের অভিযোগ জানাতে বারাসতে ছুটে যেতে হবে না। আগামী দিনে থানা হলে পরিষেবা আরও বাড়বে। এদিনের এই তদন্তকারী অফিসের উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাসাত জংশনের জিআরপি ওসি অপূর্ব চক্রবর্তী, বসিরহাট রেলওয়ে স্টেশনের জিআরপির ওসি আনন্দ শেখ ও রেলওয়ে ইন্টিলিজেন্স ব্রাঞ্চের কনস্টেবল নীলমণি চক্রবর্তী সহ রেল পুলিশ আধিকারিকেরা।