‘পজ্ অ্যান্ড দেন পোজ্’- সোশ্যাল সাইটে সাদা- কালো মনোক্রমিক ছবি পোস্ট করে এমনটাই লিখেছিলেন দীপিকা পাড়ুকোন। আর গিন্নির এহেন পোজেই বিহ্বল হয়ে পড়লেন কত্তা! লিখলেন, ‘হটি’। সোশ্যাল সাইটে রণবীর- দীপিকার এহেন পিডিএ দেখে মুগ্ধ নেটিজেন।
দীপ- বীরের সোশ্যাল মিডিয়া পিডিএ অবশ্য নতুন কিছু নয়। দীপের ছবিতে বীরের ‘নটি কমেন্ট’ বা বীরের ছবিতে দীপের ‘সুইট কমেন্ট’ নেটিজেনের চোখ এড়ায় না কিছুই! রিসেন্ট পোস্টে দেখা গেল কাউচে বসে আছেন দীপিকা। পরনে সাদা টি-শার্ট আর ডেনিম জ্যাকেট। আলো- আঁধারী ছবিতে দীপের এমন রূপে নেটিজেনরাই মুগ্ধ হয়েছেন, রণবীরের কমেন্টে বেশ বোঝা যাচ্ছে তিনিও মুগ্ধ হয়েছেন।
আরও পড়ুন : অশ্বত্থমা হত!
সোশ্যাল মিডিয়ায় দীপিকা অবশ্য প্রায় নিয়মিতই ছবি পোস্ট করেন। কয়েকদিন আগেই লেদার প্যান্ট আর চকচকে স্টিলেটোতে ছবি শেয়ার করেছিলেন দীপিকা। সেই ছবিও যথারীতি পছন্দ করেছিলেন দীপের ভক্তরা।
কাজের ক্ষেত্রে আপকামিং ‘৮৩’-তে দেখা যাবে দীপিকাকে। কয়েক দিন আগেই শকুন বাত্রার ছবির শ্যুটিং শেষ করলেন দীপ। আপাতত শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’-এর শ্যুটিং করছেন তিনি।
আরও পড়ুন : স্পেনে ‘পাঠান’ সং