কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Published By: • | Edited By: অরণ্য সেন
প্রকাশের সময় :
শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১০:১৬:৪৬ এম
/
৫৭০
বার খবরটি পড়া হয়েছে
• | Edited By: অরণ্য সেন
জনপ্রিয় ‘বাহুবলি’ অভিনেতা প্রভাস হলিউডের এক বড় প্রযোজনা সংস্থা থেকে নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। শোনা যাচ্ছে এটি একটি ভৌতিক ছবি। একটি সংবাদপত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য তারা প্রভাসকে পাঠিয়েছে। চিত্রনাট্যের পছন্দ হলে ‘বাহুবলি’ অভিনেতা খুব শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেনা। এই মুহূর্তে প্রভাসের ঝুলিতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। জানা যাচ্ছে ২০২৫ সাল পর্যন্ত এই অভিনেতার অত্যন্ত ব্যস্ত সিডিউল। এই অবস্থায় হলিউড ছবিটিতে কিভাবে তিনি সময় দেবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবিটির মুক্তির অপেক্ষায়। পাশাপাশি তিনি ‘কেজিএফ’ সিনেমা খ্যাত প্রশান্ত নীলের ‘সালার’ ছবিটির শুটিং করছেন। অন্য একটি ছবিতে তাকে রামের চরিত্রে দেখা যাবে। এই ছবিতেই সীতার চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী কৃতি শ্যানন। পর্যায় রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। এছাড়াও নাগ অশ্বিনের একটি সায়েন্স ফিকশন ছবিতে প্রভাসকে দেখা যাবে। ছবিটিতে প্রভাস ছাড়াও থাকবেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।
এবার প্রশ্ন হল, এতকিছু সামলে প্রভাস কিভাবে হলিউডের ভৌতিক ছবিতে কাজ করবেন সেটাই দেখার।