কাবুল: কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা পৌঁছাল ১০০ আর আহতের সংখ্যা ছাড়াল ১৫০। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। তার মধ্যেই স্বাভাবিক হয়েছে বিমান পরিষেবা। দ্রুত মানুষ চাইছে এই ভয়ের পরিবেশ ছেড়ে পালাতে। ডেট লাইন ৩১ অগস্ট।
বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ বিস্ফোরণ ঘটে কাবুল বিমানবন্দরে। প্রথম বিস্ফোরণটি হয় কাবুলের হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরের ‘অ্যাবি গেটের’ সামনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় বিমানবন্দরের লাগোয়া ব্যারন হোটেলের সামনে। যত সময় যাচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এই হামলায় মৃতদের মধ্যে ৬০ জন আফগান এবং ১৩ জন আমেরিকান সেনা আছে। ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে তালিবান। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, বিস্ফোরণে তাদের কোনও হাত নেই। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেই এলাকা আমেরিকান সেনার নিয়ন্ত্রণে।
এই শেষ নয়, কাবুলে ফের বিস্ফোরণ হতে পারে বলে সতর্ক করেছে আমেরিকা। আগামী ৩১ অগস্টের মধ্যে কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। কিন্তু তার আগে ফের বিস্ফোরণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আমেরিকা। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে বাইডেন প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের ছেড়ে দেবে না আমেরিকা। এর পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত তারা।
আরও পড়ুন: আমি প্রেসিডেন্টের গদিতে থাকলে কাবুলে বিস্ফোরণ হতই না, দাবি ট্রাম্পের