বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা জুটি লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি জুটি।কোর্টের ভিতরে হোক, বা বাইরে দুজনের বন্ধুত্বের কাহিনি কিন্তু আজও কিংবদন্তী।সেই কাহিনিকেই গল্পে ফুটিয়ে তুলেছেন পরিচালক দম্পতি নীতেশ তিওয়ারি এবং অশ্বিনী আইয়ার তিওয়ারি।সিরিজের নাম ‘ব্রেক পয়েন্ট-দ্য আনটোল্ড স্টোরি অফ পেস অ্যান্ড ভূপতি’।প্রকাশ্যে এল সিরিজের পোস্টার।তবে এই সিরিজ কিন্তু মোটেও আর পাঁচটা ওয়েব সিরিজের মতো বাস্তব বা অবাস্তবমিশ্রিত কাহিনি নির্ভর নয়।বরং কিছুটা তথ্যচিত্রের ধাঁচেই এই ডকু সিরিজটি তৈরি করেছেন নীতেশ ও অশ্বিনী।খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে ‘ব্রেক পয়েন্ট’-এর ট্রেলার।সিরিজের দুই পরিচালক কিন্তু ইতিমধ্যেই ছবি তৈরি নিয়ে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন।দঙ্গল,ছিছোড়ে-র মতো জাতীয় পুরস্কার জয়ী ছবি তৈরি করেছেন নীতেশ তিওয়ারি।এবং,বরেলি কি বরফি,পাঙ্গা-র মতো ছবি তৈরি করে নিজের পরিচালনার জাত চিনিয়েছেন নীতেশের স্ত্রী অশ্বিনী আইয়ার তিওয়ারি।আলাদা আলাদা ভাবে একাধিক ছবি তৈরি করলেও নীতেশ-অশ্বিনী জুটির প্রথম কাজ হতে চলেছে ব্রেক পয়েন্ট-ই।তাই এই ডকু ওয়েব সিরিজ নিয়ে রীতিমতো আগ্রহ রয়েছে দর্শকদের।
আরও পড়ুন – লি-মহেশের কোর্ট বদল