কল্যাণী : বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপিতে বড় ভাঙন। প্রায় ২ হাজার কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
শুক্রবার সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কিছু সদস্য। ছিলেন মহিলা মোর্চার সভাপতি উত্তরা বারোরি ও কিষাণ মোর্চার সভাপতি বুদ্ধ মালো। তাঁরা সহ আরও প্রায় ২ হাজার জন কর্মী এদিন যোগ দিলেন তৃণমূলে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ এবং কল্যাণী সহ সভাপতি অরূপ মুখোপাধ্যায়। নতুন যাঁরা যোগ দিলেন, তাঁদের হাতে পতাকা তুলে দেন রত্না ঘোষ ও অরূপ মুখোপাধ্যায়। দল বদলের পর উত্তরা বারোরি ও বুদ্ধ মালো জানান, বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা যায়না। বিভাজনের রাজনীতি করে বিজেপি বলেও দাবি করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, সেই ভাবে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চান তাঁরা। মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এই যোগদান। তাঁরা আরও বলে, ২০২৪, বাংলা পথ দেখাবে ভারতবর্ষকে। ভারতের সরকার গড়তে মুখ্য ভূমিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতকে শক্ত করতে এই যোগদান বলে জানান তাঁরা।
আরও পড়ুন : কল্যাণীর উপাচার্যের ভুয়ো ই-মেল অধ্যাপকদের