কলকাতা: অফিস টাইমে টিকিট লাইনে আর নয়। যাত্রীদের সুবিধার্থে চালু হতে চলেছে কিউআর কোড বেস টিকিট । ইতিমধ্যেই দক্ষিণেশ্বর কবি সুভাষ শাখায় এই কাজ সম্পূর্ণ হয়েছে।
আধুনিকতার ছোঁয়া অনেকদিনই লেগেছে কলকাতার লাইফ লাইনে। এবার শুরু কিউআর কোড টিকেটিং ব্যবস্থা। মেট্রো সূত্রে খবর সেপ্টেম্বরেই যাত্রীদের জন্য চালু হতে চলেছে কিউআর কোড বেস টিকিট। মাস দুয়েক আগেই শুরু হয়েছিল স্মার্ট গেটে কোড স্ক্যানার বসানোর কাজ। ইতিমধ্যেই দক্ষিণেশ্বর কবি সুভাষ শাখায় ২৬ টি স্টেশনের মধ্যে ২৪ টি স্টেশনে মোট ৩৪০ টি কোড স্ক্যানার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। বরাহনগর এবং দক্ষিণেশ্বরের ক্ষেত্রে কিউআর কোড স্ক্যানার যুক্ত অত্যাধুনিক মার্কেট বসানো হয়েছে।
আরও পড়ুন পুজোয় বিদ্যুতের ঘাটতি হবে না, সিইএসসি-র সঙ্গে বৈঠকের পর জানালেন মন্ত্রী
বিশেষত করোনাকালে সংক্রমণ এড়াতে চালু করা হয় মেট্রো স্মার্ট কার্ড ব্যবস্থা। এবার সেই প্রযুক্তিকেই ছাপিয়ে সাধারণের জন্য আরও সহজ হয়ে উঠবে মেট্রে যাতায়াত। স্পর্শবিহীন কিউআর কোড স্ক্যান করে নেট ব্যাংকিং এর মাধ্যমে আদান প্রদান হবে টাকা।
আরও পড়ুন অনলাইন পরীক্ষায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা পাবেন বাড়তি সময়, জানাল AICTE
বিশেষত, পার্কস্ট্রিট থানায় প্রবেশ ক্যাবি নেটে মোট আটটি এবং বাহির ক্যাবিনেটে নটি স্ক্যানার রাখা হয়েছে।
এছাড়াও ময়দানে প্রবেশ ক্যাবিনেটে পাঁচটি , বাহির ক্যাবিনেটে ছটি । মহানায়ক উত্তম কুমার স্টেশনে প্রবেশ ক্যাবিনেটে আটটি এবং বাহির ক্যাবিনেটে দশটি স্ক্যানার রাখা হয়েছে বলেই মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে।
কিভাবে মিলবে কিউআর কোড টিকিট
মোবাইল ফোনে অবশ্যই রাখতে হবে ছাত্রীকে কলকাতা মেট্রো অ্যাপ
সেখানে নিজের নাম রেজিস্টার করে কাটা যাবে টিকিট
টিকিটে থাকবেনা কিউ আর কোড
স্টেশনে ঢোকা ও বেরোনোর সময় স্ক্যান করতে হবে কোডটি
নেট ব্যাঙ্কিং এ আদান-প্রদান হবে টাকার
আরও পড়ুন হাওড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত বেশ কয়েক জন
মেট্রো রেল কর্তৃপক্ষের স্মার্ট কার্ডের সুবিধা ইতিমধ্যে সাড়া ফেলেছে যাত্রীদের কাছে। অফিস টাইমে যাত্রীদের লাইনের ভিড় এড়াতে এই ব্যবস্থা আরও গ্রহণযোগ্য হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
একই সঙ্গে নতুন প্রজন্মের কাছেও কিউআর কোড টিকেটিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা থাকবে অনেকটাই । ইতিমধ্যেই অ্যাপ ডেভেলপিং এর জন্য কাজ শুরু হয়েছে। ব্যাংক পরিষেবার সঙ্গে চলছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা । অত্যাধুনিক এই ব্যবস্থায় উপকৃত হবেন যাত্রীরা একইসঙ্গে কলকাতা মেট্রোর অন্যতম আকর্ষণ হবে বলেও মনে করছেন যাত্রীরা।