বারুইপুর: ১০ হাজার টাকার মোবাইল ফোন মাত্র ৫০০০ টাকা। কুড়ি হাজার টাকার ফ্রিজ ১০ হাজার টাকা। ২৫ হাজার টাকার টিভি মাত্র ১৫ হাজার টাকা। এভাবেই নিজের এলাকার কিছু লোককে অল্প পয়সায় বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক জিনিস বিক্রি করেছিল বারুইপুর ১৬ নম্বর ওয়ার্ডের যুবক অভিষেক পাল। এত অল্প পয়সায় মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ ও টিভি পাওয়া যাচ্ছে এই খবর আশেপাশে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর প্রতারণার জাল বোনে ওই ব্যক্তি।
বাস্তবায়ন হয় ওই ব্যক্তির আসল উদ্দেশ্য। কম টাকায় ইলেক্ট্রনিক জিনিস বিক্রির খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে বিভিন্ন লোকের। কারণ সকলেই চায় কম দামে ভালো জিনিস। এরপরই শুরু হয় প্রতারণা। অভিযোগ ওই ব্যক্তি লোকের কাছ থেকে টাকা নিলেও জিনিসপত্র দিতে প্রায় দু-তিন মাস সময় নিচ্ছিল। এরপর দফায় দফায় লোকের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা সে তোলে।
আরও পড়ুন – আইনজীবী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার বিজেপি নেত্রী
তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। প্রায় তিন বছর পরে প্রতারক অভিষেক পালকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। প্রতারক অভিজিত পালের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছিল আট জন প্রতারিত। তারপর থেকে পুলিশ তাঁকে খুঁজে বেড়াচ্ছিল। এতদিন সে কলকাতাতেই গা ঢাকা দিয়েছিল। বৃহস্পতিবার বারুইপুর কাছারি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুন- রান্না হয়নি সুস্বাদু চিকেন ফ্রাই, স্ত্রীকে খুন স্বামীর
প্রতারক অভিষেক পাল গ্রেফতার হয়েছে খবর শোনার পর রাতেই বারুইপুর থানাতে ভিড় জমাতে থাকে বেশ কিছু প্রতারিত। ধৃত অভিষেক পালের বিরুদ্ধে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃত প্রতারককে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।