ফের উদ্ধার গাড়ি বোঝাই গাঁজা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃত দুই ব্যাক্তির নাম মোহন সাঁতরা ও প্রনব নস্কর। এদের বাড়ি হাওড়া জেলার উদয়নারায়নপুর ও ডোমজুড় থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, আগে থেকেই খবর ছিল। সেই মত রবিবার রাতে ডেবরাতে ১৬ নং জাতীয় সড়কের ওপর হানা দেয় ডেবরা পুলিশ। রাস্তায় নাকা চেকিং এর সময় একটি সবজি গাড়ি থেকে উদ্ধার হয় দুই বস্তা গাঁজা। যার ওজন প্রায় ৫২ কেজি। পরপর বেশ কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গাঁজা উদ্ধারের ঘটনা ঘটছে। সেই ঘটনার সঙ্গে এদের কোনও যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এত পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল আর কোথায় যাচ্ছিল তা নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এই বে-আইনি ব্যবসার সঙ্গে ভিন রাজ্যের কোনও যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়। আপাতত তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।