এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর কন্ঠে শোনা যাবে কীর্তন গান। আগামী জন্মাষ্টমীর শুভ দিনকে মাথায় রেখে ২৮ শে আগস্ট মুক্তি পেতে চলেছে ইমনের ‘জগত সাজে বৃন্দাবন’ কীর্তন গানটি। গানটি লিখেছেন আকাশ চক্রবর্তী এবং সুরারোপ করেছেন নিলাঞ্জন ঘোষ। এই প্রথম ইমন চক্রবর্তী গাইলেন অরিজিনাল কীর্তন গান। এর আগে অবশ্য ইমনের কন্ঠে কীর্তনাঙ্গ রবীন্দ্র সংগীত শোনা গিয়েছিল। ইমনের কথায়, ‘এখনকার দিনে নতুন কীর্তন গাইতে হবে এটা শুনেই আমার একটু অন্যরকম লাগে লেগেছিল। গানটা কীর্তনের বৈশিষ্ট্যগুলোকে ভেবেই তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: পুত্র সন্তানের জননী হলেন নুসরত
এর যন্ত্রসংগীত আয়োজনে রাখা হয়েছে চিরাচরিত কীর্তনের স্বাদ। আমি ছোটবেলায় অনেক কীর্তন শুনেছি। বাড়ির সামনে দোলের সময় কীর্তন হতো। এমনকি এখনও হয়। আমি নিজে কীর্তন গান শিখেছি। সোনা এবং শেখার অভিজ্ঞতা মিলিয়ে এই আমি এই গানটি করেছি। উপরি পাওনা একটি মিউজিক ভিডিও। গানের সুরকার নীলাঞ্জন ঘোষ বলেছেন, ছোটবেলায় তবলা এবং কল দুটোই বাজিয়েছি। আমার বাংলা গানের নানান আঙ্গিক নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। বাংলা ছায়াছবির গানের বাইরে কাজ করার অনেক স্বাধীনতা থাকে। এই গানে বর্তমান সময়ের কথা মাথায় রেখেও কৃত্তন এর বৈশিষ্ট্য কে ধরে রাখার চেষ্টা করেছি। সমগ্র গানটির পরিকল্পনা করেছেন জোনাই সিং। গানটি আগামী ২৮ আগস্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।