বিরাটদের ব্যর্থতার পিচে সাবলীল ব্রিটিশ ব্যাটসম্যানরা| যে পিচে অ্যান্ডরসনদের বোলিংয়ের বিরুদ্ধে মাত্র ৭৮ রানে শেষ হয়ে গেল ভারত| দিনের শেষে সেখানেই রুটদের রান বিনা উইকেটে ১২০| লিড ৪২ রানের|
১৯৭৪ সালের লর্ডসের পর ফের লিডসে| ভারতীয় ব্যাটিং ব্যর্থতার আরেক নিদর্শন দেখল গোটা বিশ্ব| অলস্টার বিরাট বাহিনী চার ঘন্টাও পুরো ব্যাটিং করতে পারল না| রোহিত, বিরাট থেকে পুজারা, রাহানে, পন্থরা এলেন আর ফিরে গেলেন|
অ্যান্ডারসন, রবিনসন এবং স্যাম কারানদের বলই যেন বুঝতে পারলেন না বিরাট, ঋষভ পন্থ, পুজারারা| শুরু থেকেই বিপর্যস্ত হতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা| ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রোহিত শর্মা| তারপর রাহানের ১৮ রান|
বিরাট ফেরেন ৭ রানে| লোকেশ রাহুল শূন্য এবং পূজারার রান ১| পন্থ ২ এবং জাদেজা সাজঘরে ফেরেন ৪ রানে| ভারতের প্রথম ইনিংস শেষ ৭৮ রানে| লর্ডসের করুণ পরিণতি থেকে তখন দুরন্ত কামব্যাকের স্বপ্ন জো রুটদের চোখে|
ইংল্যান্ডের বোলাররা পারলেও, লিডসের পিচে প্রথম দিন চূড়ান্ত ব্যর্থ ভারতীয় পেসাররা| ঈশান্ত ৭ ওভারে ২৬ রান দিলেন| সামি ১১ ওভারে দিয়েছেন ৩৯ রান| যে পিচে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি, সেখানে দাপটের সঙ্গে খেলে প্রথম দিন শেষ করলেন ররি বার্ণস ও হাসিব হামিদ|
অর্ধশতরান পেলেন দুই ওপেনারই| দিনের শেষে বার্ণস অপরাজিত ৫২ রানে এবং হামিদ দাঁড়িয়ে ৬০ রানে| ইংল্যান্ড যে বড় লিডের লক্ষ্যে এগোতে চাইছে তা এখন থেকেই স্পষ্ট|