আধার কার্ড জনিত সমস্যা আর নয়। সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতা পুরসভার উদ্যোগে শুরু হল আধার সেবা কেন্দ্র। মূলত আধার কার্ড সংক্রান্ত সমস্ত রকম কাজ করা হবে এই কেন্দ্রগুলিতে। সোম থেকে শনিবার পর্যন্ত চলবে এই কাজ।
সাধারণ মানুষের সুবিধার্থে এর আগে একাধিক কর্মসূচি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আধার কার্ড জনিত সমস্যা নতুন নয়। দীর্ঘদিন ধরেই আধার কার্ডে বিভিন্ন তথ্য ফোন নম্বর পাল্টানোর জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। লাইন দিয়ে ফিরে আসতে হয়েছে আবেদনকারীদের।তাই আধার কার্ডের জন্য সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই শুরু হল আধার সেবা কেন্দ্র। সপ্তাহের ছয়দিন অর্থাৎ সোম থেকে শনি বার পর্যন্ত খোলা থাকবে এই কেন্দ্রগুলি।বিশেষত আধার কার্ডে কোন ভুলত্রুটি থাকলে, কোন সংশোধন করাতে বা নতুন আধার কার্ড করার জন্য এই কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যাবে। তাই এবার থেকে কোন সমস্যায় পড়লে সাধারণ মানুষকে ব্যাংক বা পোস্ট অফিসে লাইন দিতে হবে না।
আরও পড়ুন লালবাজারের অধিকাংশ সিসি ক্যামেরা বিকল, তদন্তে গোয়েন্দারা
কলকাতা পুরসভার সদর দফতরের পাশেই রক্সি সিনেমা হলে শুরু হয়েছে এই আধার সেবা কেন্দ্র। কলকাতা সহ অন্যান্য এলাকার মানুষ এই কেন্দ্রে এসে আধার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের কাজ করাতে পারবেন। এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
আরও পড়ুন দুয়ারে সরকার শিবিরে সহযোগিতায় বাম শরিক দল
সাধারণ মানুষকে আঁধার সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে বের করার পাশাপাশি আধার কার্ডের নামে বিভিন্ন জায়গায় যে জালিয়াতির খবর পুরসভায় জমা পড়েছিল সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই এই কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফিরহাদ। আধার সেবা কেন্দ্রের পাশাপাশি এদিন স্বাস্থ্য সাথীর হেল্প ডেস্কেরও শুভ সূচনা করেন তিনি। মূলত স্বাস্থ্যসাথী সংক্রান্ত সাধারণ মানুষের যে প্রশ্ন রয়েছে তা মেটাতেই এই হেল্পডেস্ক লাইন চালু করা হয়েছে। স্বাস্থ্যসাথী কিংবা আধার কার্ড সমস্যার বিষয়ে সাধারণেরা সরাসরি এই হেল্পডেস্কে গিয়ে জিজ্ঞেস করতে পারবেন।