লিডসে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরুর দিনই সুখবর বিরাট কোহলিদের জন্য| বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিনের শীর্ষ স্থানে টিম ইন্ডিয়া| ১৪ পয়েন্ট নিয় সবার ওপরে এখন বিরাট বাহিনী|
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সামনে থেকেও, বৃষ্টিতে শেষপর্যন্ত ম্যাচ ভেস্তে যায়| ড্র হয়ে যায় প্রথম টেস্ট| আর সেই সঙ্গেই ভারতের ঝুলিতে আসে ২ পয়েন্ট|
তবে ভারতের এই সাফল্য দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় আসার পরই| লর্ডসে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে ভারত| ১৫১ রানে ব্রিটিশ বাহিনীকে দুর্মুশ করে দেয় বিরাট বাহিনী|
এরপরই সরাসরি ১৪ পয়েন্ট পেয়ে যায় ভারত| দুই ম্যাচ মিলিয়ে ভারতের হয় ১৬ পয়েন্ট| কিন্তু লর্ডসে স্লো ওভার রেটের জন্য ২ পয়েন্ট খোয়া যায় ভারতের| তাই দুই ম্যাচে ভারতের পয়েন্ট এখন ১৪| সেইসঙ্গেই সকলকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরুর দিনই শীর্ষস্থানে পৌঁছে গেল ভারত|
বিরাটদের পিছনেই রয়ছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ|