বেলুড়: বেলুড় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট বা আরকেএমভিইআরআই- তে চালু হচ্ছে কম্পিউটার সায়েন্স ও সংস্কৃততে স্নাতকোত্তর কোর্স। ২০২২ থেকে ওই কোর্স চালু হবে বলে কলকাতা টিভি ওয়েব ডেস্ককে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের সহ আচার্য স্বামী আত্মপ্রিয়নন্দ মহারাজ। আপাতত ঠিক হয়েছে প্রতিষ্ঠানের আওতাধীন ৪ টি কলেজে ওই কোর্স পড়ানো হবে। তবে এই কোর্স অনলাইনে করানো হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।
রাজ্যের পাশাপাশি দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট বা আরকেএমভিইআরআই- এর পড়ুয়ারা। বহু ক্ষেত্রেই বিদেশ বা রাজ্য দূরদূরান্ত থেকে এসে পড়াশোনা করা সম্ভব হয়ে উঠছিল না পড়ুয়াদের। তাঁদের দিকে তাকিয়েই যাতে স্নাতকোত্তর স্তরে অনলাইন কোর্স চালু করা যার তার জন্য ইউজিসিকে আবেদন করেছিল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী ন্যাকের ‘এ’ প্লাস প্লাস পেলে তবেই অনলাইন কোর্স চালু করা যায়। সেই মাপকাঠি পূর্ণ করায় কোর্স চালুর অনুমতি মিলেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সহ আচার্য স্বামী আত্মপ্রিয়নন্দ মহারাজ। আপাতত কম্পিউটার সায়েন্স ও সংস্কৃততে স্নাতকোত্তর পড়া যাবে। আগামী শিক্ষাবর্ষ থেকে কোর্সগুলি চালু হবে বলে জানিয়েছেন তিনি।
কোর্সগুলিতে আসন সংখ্যাও আপাতত সংক্ষিপ্ত রাখা হয়েছে। তবে ভবিষ্যতে চাহিদা অনুযায়ী আসন সংখ্যা বাড়ানো হবে। পাশিপাশি নতুন বিষয়ে অনলাইন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে আরকেএমভিইআরআই কর্তৃপক্ষের।
আরও পড়ুন: লালবাজারের অধিকাংশ সিসি ক্যামেরা বিকল, তদন্তে গোয়েন্দারা