গত একমাসের লড়াই শেষ। বিখ্যাত তবলা বাদক পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়ের জীবনাবসান হল। গত দুমাস আগে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: আবার একসঙ্গে বাংলা ছবিতে ভিক্টর ও ঋতুপর্ণা
আজ তাঁর মরদেহ হাসপাতালেই থাকবে, আগামীকাল শেষ যাত্রা শুরু হবে সকাল আটটা নাগাদ। শেষ শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তাঁর মরদেহ কিছুক্ষণের জন্য রাখা থাকবে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির প্রাঙ্গণে। দেশ বিদেশের বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। করোনায় বহুদিন তিনি ভেন্টিলেশনে ছিলেন, তবে শেষ রক্ষা হলনা। শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বল তারকার পতন ঘটলো।