কলকাতা: প্রয়াত পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়৷ করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুসে মারাত্মক ক্ষতি হয়েছিল৷ রাখা হয়েছিল একমো সাপোর্টে৷ কিন্তু, শেষ রক্ষা হল না৷ বুধবার দুপুর ১.১০ নাগাদ মেডিকা হাসপাতালে ৫৪ বছরে তাঁর মৃত্যু হয়৷ শেষ কৃত্যের আগে পর্যন্ত তাঁকে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমিতা রাখা হবে বলে জানা গিয়েছে৷