বলিউডের হায়দার খান পরিচালিত রোহিঙ্গা ছবিটি তৈরি হয়েছিল ২০১৯ সালে। কিন্তু ছবিটি মুক্তি পেতে পারে নি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘রোহিঙ্গা’। বলিউডের এই ছবিতেই অভিনয় করেছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে মিথিলার। ছবিটির নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করছেন। এ বিষয়ে মিথিলা জানান,’অবশেষে কয়েক দিন আগে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল। অনেক দিনের অপেক্ষার অবসান ঘটল। এখনো ছবিটি মুক্তির তারিখ সম্ভবত চূড়ান্ত হয়নি। তবে ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে। পরিচালকের সঙ্গে আমার এখনো কথা হয়নি। কথা বললে বিস্তারিত জানতে পারবো। তবে আপাতত ছবিটি
ওটিটি প্লাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা’।
রোহিঙ্গা এক তরুণী হুসনে আরার চরিত্রে এই ছবিতে দেখা যাবে মিথিলাকে। রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা নিয়ে এই ছবির চিত্রনাট্য।আরাকান এবং হিন্দি এই দুই ভাষায় কথা বলতে দেখা যাবে এই চরিত্রটিকে। মিথিলা এমনিতেই হিন্দি ভাষায় খুব ই পারদর্শী। তার ফলে এই চরিত্রটি ফুটিয়ে তুলতে তাকে কোন বেগ পেতে হয়নি। যদিও শুটিং সেটে একজন অনুবাদককে রাখা হয়েছিল। শুটিং এর অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেছেন, ‘এ ছবিতে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি; সুতরাং কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভালো। নিজের সেরাটা দিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। এটি আমার প্রথম ছবি। মডেলিং করতে করতে এই ছবিতে আমি নাম লিখিয়েছি। তবে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা আমাকে আগামী দিনে অভিনয়জগতে টিকিয়ে রাখবে। রোহিঙ্গা ছবির পরিচালক হায়দার খান বলিউডের ‘দাবাং’,’কমান্ডো’, ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। মিথিলার সঙ্গে কাজ করে হায়দারের অভিজ্ঞতাও বেশ ভালো। তিনি বলেন এই ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে মিথিলা কে কেন্দ্র করে।ছবিটির পরিচালক হায়দার বলিউডের একজন বিখ্যাত চিত্রগ্রাহকও বটে। ফটোগ্রাফির সূত্রেই তাঁর সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের বিখ্যাত মডেল তানজিয়া জামান মিথিলার। সেখান থেকেই আসে বলিউডের ডাক। এরপর স্ক্রিন টেস্টের মাধ্যমে চূড়ান্ত করা হয় তাঁকে। মিথিলার মতে বলিউডে সাম্প্রতিক যে ধরনের ছবি হচ্ছে তার তুলনায় একটু ভিন্ন স্বাদের ছবি রোহিঙ্গা।এই ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।এটিই হবে রোহিঙ্গাদের নিয়ে প্রথম ফিচার ছবি।