এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ আফগানিস্তান ছেড়েছে। যাদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক। কিন্তু তারপরেও সে দেশে এখনও বহু আফগান রয়ে গেছেন। তাঁদের কথা ভেবেই মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠক করে জি ৭’র অন্তর্ভুক্ত দেশ গুলি। সেই বৈঠকে যোগ দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই বৈঠকে বলা হয়েছে যে, যে সকল আফগানবাসী দেশ ছাড়তে চান, তারা চাইলে দেশ ছাড়তে পারেন। তবে এই বিষয়টি নিয়ে আগে তালিবানদের সঙ্গে কথা বলবে জি ৭-এর দেশ গুলি।
Today, President Biden met virtually with G7 leaders to discuss a continuation of our close coordination on Afghanistan policy, humanitarian assistance, and evacuating our citizens, the brave Afghans who stood with us over the last two decades, and other vulnerable Afghans. pic.twitter.com/zFxjsm2W8H
— The White House (@WhiteHouse) August 24, 2021
তালিবানদের তরফে আগেই হুমকি দেওয়া হয়েছিল যে, আগামী ৩১ অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করা হলে তার ফল খারাপ হবে। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী ৩১ অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে ৩১ অগস্টের পরেও যদি কেউ আফগানিস্তান ছাড়তে চান, তাহলে তাঁদের আনার জন্য ব্যবস্থা করা হবে। কিন্তু সেক্ষেত্রে তালিবানদের অনুমতির প্রয়োজন আছে। এই বিষয়ে তালিবানদের সঙ্গে কথা বলবে বলে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে জি ৭।
#BREAKING Biden orders 'contingency plans' to change Aug 31 Afghan evacuation if needed, says deadline 'depends' on Taliban allowing access to Kabul airport: https://t.co/Mp3q5NGfGK pic.twitter.com/nUhM7CoZsd
— AFP News Agency (@AFP) August 24, 2021