নয়াদিল্লি: ফের কাবুল থেকে ৭৮ জনকে দেশে নিয়ে এল ভারতীয় বায়ুসেনার বিমান। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দিল্লিতে সেই বিমান নামে। এই বিমানেই ৭৮ জন ছাড়াও শিখদের ধর্ম গ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহিব’ ভারতে নিয়ে আসা হয়েছে। সেই পবিত্র ধর্ম গ্রন্থ বিমানবন্দর থেকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী মাথায় করে নিয়ে আসেন৷ এ দিনের ৭৮ জনের মধ্যে ২৫ ভারতীয় নাগরিক।
ਵਾਹੁ ਵਾਹੁ ਬਾਣੀ ਨਿਰੰਕਾਰ ਹੈ ।
ਤਿਸੁ ਜੇਵਡੁ ਅਵਰੁ ਨ ਕੋਇ ।।आज काबुल से दिल्ली आए श्री गुरु ग्रंथ साहिब जी के तीन पवित्र स्वरूप के भारत आगमन पर उपस्थित होने और उनकी सेवा करने का अखंड सौभाग्य प्राप्त हुआ है।
ਧੰਨ ਧੰਨ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਗ੍ਰੰਥ ਸਾਹਿਬ ਜੀ 🙏 pic.twitter.com/eKmG8T2FCK
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 24, 2021
মন্ত্রী হরদীপ সিংহ পুরী বলেন, “আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, আফগানিস্তানে কঠিন পরিস্থিতিতে থাকা আমাদের ভাইদের ফিরিয়ে আনার জন্য। তাঁর জন্যই উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়েছে। বাকিদের জন্যও ব্যবস্থা করা হচ্ছে। আমরা আছি, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”
মাস খানেক আগে শুরু হয়েছিল তালিবানের আফগানিস্তান দখলের যাত্রা। গত ১৫ অগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে সেই যাত্রা প্রায় শেষ হয়েছে। সেই সঙ্গে সমগ্র আফগানিস্তানের দখল চলে গিয়েছে তালিবানের দখলে। প্রায় দেড় সপ্তাহ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়নি কাবুলিওয়ালার দেশে। উলটে বাড়ছে অরাজকতা।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই খবরের ভিডিও-তে দেখা গিয়েছে কাবুল বিমানবন্দরের ছবি। যা ওই দেশের সার্বিক চিত্র তুলে ধরেছে। কারণ সপ্তাহ পার করেও কাবুল বিমানবন্দরে পালটাচ্ছে না ভিড়ের ছবি। বহু মানুষ সমবেত হয়েছেন বিমানবন্দর চত্বরে।
১৫ অগস্ট তালিবান কাবুলের দখল নিতেই আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়ে যায় মানুষের মধ্যে। কর্মসূত্রে আফগানিস্তানে থাকা অন্য দেশের নাগরিকদের পাশাপাশি বহু আফগান দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে হাজির হয়েছেন। তাঁরা সকলে ভিসা নিয়ে অন্য দেশে গিয়ে তালিবানের হাত থেকে বাঁচতে চাইছেন। বহু মানুষ আমেরিকা, ভারত, কাতার, তুরস্কের মতো দেশে গিয়েছেন।
আরও পড়ুন- রেল-সড়ক-বন্দর-বিদ্যুৎ-স্টেডিয়াম বেচে ৬ লক্ষ কোটি টাকা তুলতে চাইছে কেন্দ্র
কিন্তু চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, তালিবানের কাবুল দখলের এক সপ্তাহ পরেও বিমানবন্দরের সামনের ভিড় কমেনি। সমগ্র বিমানবন্দর চত্বর জুড়ে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের ভিড়। করোনাকালে যা নয়া উদ্বেগের সৃষ্টি করেছে। বিমানবন্দরে এসে তাঁরা হাজির হয়েছেন ভবিষ্যতে সুস্থ জীবনের আশায়। কিন্তু সেই লক্ষ্যপূরণে তাঁরা কতটা সফল হবেনা তা এখন নিশ্চিত নয়।
আরও পড়ুন- সরকারি কর্মীদের ক্যাডার করতে চাইছে তৃণমূল, WBCS প্রশ্ন বিতর্কে মন্তব্য দিলীপের
এরই মাঝে নয়া আফগানদের প্রতি নয়া নির্দেশিকা জারি করেছে মার্কিন প্রশাসন। শুরুতে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে সকল আফগান বন্ধুদের তাঁরা নিরাপদ স্থানে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু ৩১ অগস্টের মধ্যে মার্কিন সেনাকে আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে তালিবান। এই অবস্থায় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আফগানদের জানিয়ে দেওয়া হয় যে তারা যেন দেশান্তরিত হওয়ার জন্য আমেরিকার ভরসা না করে।
আরও পড়ুন- মার্কিন সেনাদের খাওয়ানোর পুরস্কার, আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন বাদুরিয়ার কপিল
সোমবার নির্দেশিকা জারি করে আমেরিকা জানায় যে আর কোনও আফগানকে ভিসা দেওয়া হবে না। সেই নির্দেশকার পরেও মঙ্গলবার সকালে কাবুল বিমানবন্দর চত্বরে দেখা গেল বহু মানুষের ভিড়।