কাবুল: সিআইএ কর্তা উইলিয়াম বার্নসের সঙ্গে গোপন বৈঠকে তালিবান ৷ দিন কয়েক আগেই এই বৈঠক হয় বলে খবর ৷ তালিবানের তরফে ছিল আব্দুল ঘানি বারাদার ৷
গত এক সপ্তাহ ধরে তালিবান-তাণ্ডবে ত্রস্ত কাবুল-সহ গোটা আফগানিস্তান ৷ আমেরিকারও বার বার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছে ৷ ৩১ অগস্ট আফগানিস্তান থেকে সেনা সরানোর শেষ দিন হলেও, পরিস্থিতির চাপে খুব সম্ভবত দিন পরিবর্তন করতে পারে আমেরিকা ৷
আরও পড়ুন আফগানিস্তানের প্রকৃত বন্ধু ভারত, পাক মদতেই উত্থান তালিবানের: আফগান তারকা
তার আগেই এই গোপন বৈঠক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ৷ বার্নস আমেরিকার অন্যতম শীর্ষ গোয়েন্দা কর্তা ৷ কাবুলে কোন পথে আমেরিকা তাদের নীতি পরিচালন করবে, সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব ৷ সেই পরিস্থিতিতে এই গোপন বৈঠক নতুন করে জল্পনা তৈরি করেছে ৷
আরও পড়ুন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি
তবে, বৈঠকের বিষয়ে সরকারি ভাবে কিছুই বলা হয়নি ৷ কী আলোচনা হয়েছে তাও জানা যায়নি।