দীর্ঘদিন পর বড়পর্দায় ধুন্ধুমার মাচাতে আসছেন আমাদের সকলের প্রিয় সুপারহিরো স্পাইডারম্যান।ছবির নাম ‘স্পাইডারম্যান- নো ওয়ে হোম’।প্রকাশ্যে এল ছবির ট্রেলার।প্রায় ৩ বছর পর আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান সিরিজের নতুন ছবি।তাই ছবি নিয়ে উত্তেজনা রয়েছে তুঙ্গে।স্পাইডার ম্যানের পাশাপাশি নতুন এই ছবিতে দেখা যাবে আর এক মার্ভেল হিরো ডক্টর স্ট্রেঞ্জকেও।এমনটাই হদিশ মিলেছে ট্রেলারে।জন ওয়াটস্ পরিচালিত এই ছবিতে স্পাইডারম্যানের চরিত্রে রয়েছেন টম হল্যান্ড।পাশাপাশি ছবিতে দেখা যাবে জিন্দায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ, জন ফ্যাভরিউস জ্যাকব বাটালন, মারিসা টোমির মতো তারকারা।গোটা দেশে ইংরেজির পাশাপাশি হিন্দি এবং একাধিক দক্ষিণী ভাষায় মুক্তি পাবে ছবি।
আরও পড়ুন – অফিসপাড়ায় অনিরুদ্ধ-ইয়ামি