ওটিটিতে করণ জোহরের বিগ বস শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগেই।এবার টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে ‘বিগ বস সিজন ১৫’।শোয়ের ফার্স্ট লুক প্রোমো নিজের সোশ্যাল সাইট হ্যান্ডেলে শেয়ার করলেন হোস্ট সলমন খান।প্রোমোতে মিলল বড়সড় চমক।দেখা না গেলেও প্রোমোতে শোনা গেল বলি অভিনেত্রী রেখার গলা।এথানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন।এবার কি তবে বিগ বসের বাড়িতে ব্যারিটোনের বদলে শোনা যাবে রেখার কন্ঠ? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনের মনে তৈরি হয়েছে এমনটাই প্রশ্ন।শোনা যাচ্ছে শোয়ের ফর্ম্যাটে নাকি বেশ কিছু বদল এনেছেন নির্মাতারা।তবে কবে ছোটপর্দায় শুরু হচ্ছে সলমনের বিগ বস ১৫,তার হদিশ মেলেনি প্রোমোতে।সব মিলিয়ে বিগ বস ১৫এর ঘোষণা থেকেই শুরু হয়ে গেল জোর জল্পনা।তাই জনপ্রিয় এই শো নিয়ে ইতিমধ্যেই যে বিগ বস ভক্তদের রীতিমতো আগ্রহ তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন – একসঙ্গে সলমন- চিরঞ্জীবী