বনগাঁ : আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন গোপালনগরের ৪ জন। মার্কিন সেনাদের ক্যাটারিং-এর কাজে গিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার পাল্লা পঞ্চায়েতের শংকরপুর ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বিশ্বাস, পলাশ সরকার, প্রবীর সরকার এবং অজয় মহুমদার। কিন্তু আফগানিস্তান ধীরে ধীরে তালিবানদের দখলে চলে গেলে চিন্তায় পড়েন ওই ৪ জনের পরিবার। তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন জানান তিন ৪ জনকে ফিরিয়ে আনার জন্য। অবশেষে তাঁরা সকলেই সুস্থ ভাবে বাড়ি ফেরার পর আশঙ্কা দূর হয়েছে পরিবারের।
আরও পড়ুন : মার্কিন সেনাদের খাওয়ানোর পুরস্কার, আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন বাদুরিয়ার কপিল
মঙ্গলবার ভোররাতে এই ৪ জন বাড়িতে ফেরেন। ১২০ জন ভারতীয়কে নিয়ে বিশেষ বিমান দিল্লি এসে পৌঁছায়। সোমবার গভীর রাতেই দমদম বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফেরেন তাঁরা। তাঁদের একজন জানিয়েছেন, যেভাবে আফগানিস্থানে একের পর এক এলাকা দখল করতে শুরু করেছিল তালিবানরা, তখন মনে হয়েছিল হয়তো আর বাড়ি ফেরা হবেনা। প্রাণ হাতে নিয়ে কাবুল বিমানবন্দরে কয়েকদিন বসে থাকার পর কাতার হয়ে ১৯৯ জন ভারতীয় শেষ পর্যন্ত অনুমতি পেলেন বাড়ি ফেরার। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার কাজলা গ্রামের বাসিন্দা অজয় মজুমদার। আড়াই বছর আগে বাড়ির একমাত্র ছেলে অজয় ক্যাটারিংয়ের কাজে আফগানিস্তান গিয়েছিল। গত এক সপ্তাহ ধরে কাজলা গ্রামের বাড়িতে উৎকণ্ঠা আর আতঙ্কে দিন কেটেছে পরিবারের লোকদের। অশোকনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজলা এলাকায় অজয়ের বাড়িতে গিয়ে প্রশাসনের লোকজন আশ্বাস দিয়ে এসেছিলেন যে, অজয়কে বাড়ি ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করবে সরকার। এরপর মঙ্গলবার ভোররাতে নিজের বাড়িতে এসে পৌঁছায় অজয় মজুমদার।