কাবুল থেকে আরও ১০ হাজার যাত্রীকে নিয়ে রওনা দিল আমেরিকার বিমান। রাত ৩টে নাগাদ আফগানিস্তান থেকে রওনা দেয় আমেরিকার ১৫টি সেনা বিমান। যার মধ্যে ছিলেন ৬ হাজার ৬০০ জন যাত্রী। এছাড়াও আরও প্রায় ৪ হাজার ৩০০ জন যাত্রীকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেয় ৩৪টি বিমান।
আরও পড়ুন : হাজারেরও বেশি যাত্রী নিয়ে আফগানিস্তান থেকে পাড়ি দিল আমেরিকার ৩৮টি বিমান
২৪ অগস্ট, মঙ্গলবার হোয়াইট হাউস একটি টুইট করে এই খবর প্রকাশ্যে আনে। মঙ্গলবার ভোর রাতে প্রায় ১০ হাজার ৯০০ জন যাত্রীকে নিয়ে কাবুল থেকে আমেরিকায় যাত্রা শুরু করে ৪৯টি বিমান। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ১৪ অগস্ট পর্যন্ত প্রায় ৪৮ হাজার মানুষকে আফগানিস্তান থেকে আমেরিকায় স্থানান্তরিত করা হয়েছে। গত ২১ অগস্ট কাবুল থেকে ৬টি সি-১৭ বিমান এবং ৩২টি চার্টার্স বিমানে করে প্রায় ৩ হাজার ৮০০ জন যাত্রীকে কাবুল থেকে আমেরিকায় আনা হয়েছিল।
Update: Between 3 AM and 3 PM ET today, a total of approximately 10,900 people were evacuated from Kabul. 15 U.S. military flights carried approximately 6,660 evacuees, and 34 coalition flights carried 4,300 people.
— The White House 46 Archived (@WhiteHouse46) August 23, 2021