বাচিক শিল্পী গৌরী ঘোষ অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন। স্নায়ু জনিত সমস্যার কারণে বেশ কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে এখন তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অবস্থা আশঙ্কা জনক। ৮৪ বছর বয়সী এই বাচিক শিল্পী বহু বছর আকাশবানীর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্বামীর পার্থ ঘোষ এর সঙ্গে মিলে বহু শ্রুতি নাটক করেছেন ।তাঁদের করা শ্রুতি নাটক ‘ কর্ণকুন্তি সংবাদ’ খুব জনপ্রিয় হয়েছিল। বাচিক শিল্পী হিসেবে গৌরী ঘোষ এক উজ্জ্বল নাম। দেশ বিদেশে তাঁর বহু ছাত্র রয়েছে। তিন দশক ধরে আকাশবানীর বহু অনুষ্ঠানে তাঁকে শুনেছেন বাঙালি।