শাহরুখ খান প্রযোজিত পরিচালক রাজকুমার হিরানির ছবি নিয়ে জল্পনা দীর্ঘদিনের। এখনও নাম ঠিক না হলেও ছবি নিয়ে মিলল লেটেস্ট আপডেট।শোনা যাচ্ছে,এতদিন নাকি চিত্রনাট্য লেখার কাজ চলছিল।চিত্রনাট্যের বেশ কয়েকটি জায়গা নাকি পছন্দ না হওয়ায় তা পাল্টেছেন পরিচালক রাজকুমার হিরানি। ইতিমধ্যেই নাকি ফাইনালি চিত্রনাট্য লেখার সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে।ছবির চিত্রনাট্য দেখে নাকি দারুণ খুশি পরিচালক।ছবির ফাইনাল কাস্টিং নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন তিনি।কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার সঙ্গেও মিটিং সেরেছেন তিনি।জোর জল্পনা,ছবির নায়িকা হতে চলেছেন তাপসী পান্নু।
আরও পড়ুন – ‘শেরশাহ’ দেখে মুগ্ধ বাদশা
এখানেই শেষ নয়,ছবিতে কাজ করবেন শাহরুখ খানও।শোনা যাচ্ছে একজন পঞ্জাবীর ভূমিকায় রাজু হিরানির এই ছবিতে থাকছেন বাদশা খান।তবে তার চরিত্রটি খুব বেশি বড় নয়।শাহরুখ ভক্তরা চাইছিলেন রাজকুমার হিরানির এই ছবিতে অভিনয় করুন বলিউড বাদশা।নায়ক না হলেও,ছবিতে যে কিং খানকে দেখা যাবে এতেই কিং ভক্তমহলে খুশির হাওয়া।
আরও পড়ুন – প্রশান্ত কিশোর-এর বায়োপিক করবেন শাহরুখ?