কাবুল : তালিবান রাজ শুরু হতেই আফগানিস্তান জুড়ে তাতে শঙ্কায় মহিলারা । ভয়ে আতঙ্কে কাটছে তাদের প্রতি ক্ষণ। তাই মেয়েদের সুরক্ষার জন্যই আফগানিস্তানের একমাত্র মেয়েদের স্কুল ‘অল গার্লস বোর্ডিং স্কুল’ এর ছাত্রীদের সমস্ত রেকর্ড পুড়িয়ে দিলেন স্কুলের প্রতিষ্ঠাতা শাবানা বাসিজ-রসিক নিজেই। রবিবার টুইট করে তিনি জানান এই কথা। টুইটে তিনি লিখেছেন, ‘স্কুলের সব ছাত্রীদের নামের রেকর্ড পুড়িয়ে দিলাম। শুধুমাত্র তাঁদের নিরাপত্তা এবং রক্ষা করেতেই এই কাজ করা। এতে তাঁদের পরিবার ও তারা কিছুটা হলেও সুরক্ষিত থাকবে’।
আরও পড়ুন সব শেষ হয়ে গেল, ভারতে ফিরে আক্ষেপ আফগান সাংসদের
আফগানিস্তানে যে হারে মেয়েদের অত্যাচারের ছবি ধরা পড়ছে তাতে পরিষ্কার সেখানে তারা কোনও ভাবেই নিরাপদ বা সুরক্ষিত নয় । তাই স্কুলের এত জন মেয়েদের তালিকা এবং তাদের সমস্ত তথ্য তালিবানদের হাতে গেলে কী হতে পারে, তা ভেবেই আতঙ্কিত হচ্ছিলেন শাবানা ৷ নিজের টুইটে সেই আতঙ্কের কথাই জানিয়েছেন শাবানা ৷
Nearly 20 years later, as the founder of the only all-girls boarding school in Afghanistan, I’m burning my students’ records not to erase them, but to protect them and their families.
2/6 pic.twitter.com/JErbZCSPuC— Shabana Basij-Rasikh (@sbasijrasikh) August 20, 2021
আরও পড়ুন তালিবান দখলে আফগানিস্তান, ঘুম উড়েছে বিদেশমন্ত্রকের
ইতিমধ্যেই, নাকি তালিবানরা বয়সের পার্থক্যে মেয়েদের একটা তালিকাও তৈরি করেছে । যেখানে ১৫ বছরের মেয়েদের নিয়ে তালিবানদের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া এবং ১৮ বছরের উপরে বা প্রাপ্ত বয়স্ক মেয়েদের নিয়ে যৌনদাসী করে দেশে-বিদেশে পাচারের পরিকল্পনা নাকি করছে তালিবান জঙ্গিরা ৷