কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এই হঠকারী সিদ্ধান্তের জন্য আন্তর্জাতিক মহলেও সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন পরিস্থিতিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
সম্প্রতি তাঁর লেখা আফগান বিষয়ক একটি প্রবন্ধ স্পষ্ট ভাষায় তিনি বলেন, আফগানিস্তান থেকে আমেরিকা ও ন্যাটোর সেনা প্রত্যাহার কার্যত ‘ভয়ঙ্কর’ এবং ‘অপ্রয়োজনীয়’ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আফগানিস্তানের মানুষকে আরও চরম দুর্দশার দিকে ঠেলে দেওয়া হল। শুধু তাই নয় এই সিদ্ধান্তকে আফগানিস্তানের পাশাপাশি ‘পশ্চিমী স্বার্থের’ পক্ষে ও বিপক্ষে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: শীঘ্রই নয়া সরকারের কাঠামো ও কর্মসূচি ঘোষণা করবে তালিবান
তিনি আরও বলেন, আমেরিকা ও পশ্চিমা শক্তিগুলির এই সিদ্ধান্তে অনিশ্চয়তার মুখে পড়তে হল গোটা বিশ্বকে। আফগানিস্তানে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সামরিক ও কূটনৈতিক কৌশলগত ভাবে নয়, সম্পূর্ণ রাজনৈতিক ভাবে পরিচালিত হয়েছে বলে কটাক্ষ করেছেন তিনি।
পশ্চিমী দেশগুলির এই সিদ্ধান্তের জন্য এখন আফগানিস্তান তথ্য মধ্য এশিয়ায় চীন রাশিয়া ও ইরান ফায়দা তুলবে বলে জানিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
আফগানিস্তানে ইসলামের চরমপন্থী ও মৌলবাদ প্রতিহত করার জন্য পুনরায় চিন্তাভাবনার আহ্বান জানিয়েছেন ব্লেয়ার। আফগানিস্তানে সেনা প্রত্যাহার নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কেও। আর্থিক সেই মুহূর্তে টনি ব্লেয়ারের এমন মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ হলেও মনে পড়ছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন: আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৯০ ভারতীয়
উল্লেখ্য ১৯৯৭ সালে ক্ষমতায় আসার পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে জোট বাঁধেন তিনি। তারপর ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে ও ইরাকে আমেরিকার যুদ্ধ সঙ্গী হয়ে অভিযান চালায় ব্রিটেন।
যদিও সেই ঘটনা অত্যন্ত ভুল সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।