বহরমপুর: সোমবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি৷ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে ক্যাম্পে ভিড় করছেন সাধারণ মানুষ৷ কিন্তু ক্যাম্পে গিয়ে বিপত্তি ঘটালেন তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান৷ অসাবধানবশত পা পিছলে পড়ে যান তিনি৷ তীব্র যন্ত্রণা অনুভব হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানে চিকিৎসকরা বিধায়কের পায়ে প্লাস্টার করে দেন৷
এখন কিছুটা সুস্থ আছেন ওই বিধায়ক৷ সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদেও শুরু হয়েছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প দুয়ারে সরকার৷ নওদার ব্লকের একটি হাইস্কুলে খোলা হয়েছিল শিবির৷ বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক সাহিনা মমতাজ খান৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলছিলেন৷ তখনই অসাবধানবশত একটি উঁচু জায়গা থেকে নামতেই পা হড়কে যায় তাঁর৷
আরও পড়ুন: ড্রোন করে দ্রুত ওষুধ পৌঁছবে ঘিঞ্জি এলাকায়, সফল ট্রায়াল রান
সেই সময় উপস্থিত বিধায়কের নিরাপত্তা রক্ষীরা তাঁকে শিবির থেকে সোজা বাড়িতে নিয়ে যান৷ কিছুক্ষণ বাড়িতেই বিশ্রাম নেন তিনি৷ কিন্তু রাতের বেলায় অসহ্য যন্ত্রণা অনুভব করেন সাহিনা মমতাজ খান৷ পরেরদিনই তিনি ভর্তি হন বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানে তাঁর ডান পায়ে প্লাস্টার করে দেন চিকিৎসকরা৷ বিধায়ক সাহিনা মমতাজ খান বলেন, ওই বিদ্যালয়ের একটি উঁচু জায়গা থেকে নামতে গিয়ে বৃষ্টির জলে পা পিছলে গিয়েছিল৷ ডান পায়ে চিড় ধরে৷ চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। তবে বাড়িতে বসেই দলীয় কাজ করছি৷’