হাতির হানায় ফের মৃত্যু। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বরিয়াতে। খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃতের পরিবারের পাশে দাঁড়াতে তড়িঘড়ি তাঁর বাড়ি পৌঁছন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। মৃতের ছেলে দীপক মাহাতোর হাতে ৫লক্ষ টাকার সরকারি চেক তুলে দিলেন তিনি। পাশাপাশি একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেবেন বলেও এদিন আশ্বাস দেন তিনি।
শনিবার বিকেলে বরিয়ার এক স্থানীয় বাসিন্দা পাড়ু মাহাত ক্যানেলের ধারে যান। সেইসময়ই তাঁকে আক্রমণ করে হাতিটি। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে গজরাজ। ঘটনাস্থলেই মারা যান পাড়ু বাবু। মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ। তাঁরা কলাবনির কাছে রাজ্য সড়ক অবরোধ করে। তাঁদের দাবি, স্থায়ী সমাধানের আশ্বাস না পেলে অবরোধ উঠবে না। প্রসঙ্গত শালবনি, কলাবনি, বড়িয়া সহ এই গোটা এলাকায় এখন সারা বছর হাতি অবস্থান করে। রোজ কোনো না কোনো গ্রামে খাবারের খোঁজে ঢোকে হাতি। রেসিডেন্সিয়াল ৪ থেকে ৬টা হাতি তো আছেই। সাথে জুটছে দলমা থেকে আসা হাতির দল। কিছুতেই এলাকা থেকে সরানো সম্ভব হচ্ছে না তাদের। ফলে আর্থিক ক্ষতির সঙ্গে বাড়ছে জীবনহানিও। রবিবার সকাল আটটা থেকে শুরু হয় অবরোধ। এলাকায় পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলেও ওঠেনি অবরোধ। পরে বনদফতরের আশ্বাসে অবরোধ ওঠে।