হাওড়া: বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। হাওড়ার শিবপুরের ঘটনা। মৃতের নাম রইস আজিম। পার্কস্ট্রিটে বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছেন বলে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে তাঁর দেহ উদ্ধারের খবর পান পরিবারের লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ কিছু যুবকের সঙ্গে ঝামেলা হয়েছিল আজমের। তার কিছুক্ষণের মধ্যে দেহ উদ্ধার হয়। মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং র্যাফ। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ওই যুবক কোথায় ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রহস্যজনকভাবে খুন শহরের তরুণ প্রোমোটার, ধন্দে পুলিশ