এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চনমনে এটিকে-মোহনবাগান শিবির| শনিবার মলদ্বীপের মাজিয়া এফসির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে সবুজ-মেরুন ব্রিগেড|
গ্রুপ শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে চায় মোহনবাগান| সেই লক্ষ্যে শনিবার উইনিং কম্বিনেশন না ভাঙার পথেই হয়ত হাঁটতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস| মাজিয়া প্রথম ম্যাচে হেরেছে| এগিয়ে থেকে নামলেও প্রতিপক্ষকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছেন না প্রীতম কোটালরা|
মাজিয়া শিবিরে জাতীয় দলের পাঁচজন ফুটবলার থাকার পাশাপাশি রয়েছেন তিনজন অভিজ্ঞ বিদেশি| শনিবার প্রতিপক্ষের শক্তি মেপেই রণনীতি সাজানোর পরিকল্পনা হাবাসের| চলছে হিসাব নিকাশও|
রয় কৃষ্ণা, শুভাশিস বসু এবং ডেভিড উইলিয়ামসদের দিয়ে শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করার ভাবনা| একইসঙ্গে মাঝমাঠ ও রক্ষণকে আরও মজবুত করতে বাড়তি মিডিও রাখারও ভাবনা রয়েছেন হাবাসের|
শেষ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরার বিরুদ্ধে নামতে হবে মোহনবাগানকে| তাই এই ম্যাচে যাতে বেশি হলুদ কার্ড না দেখেন ফুটবলাররা, সে ব্যপারেও সাবধান করে দিয়েছেন রয় কৃষ্ণাদের হেডস্যার|