ওয়াশিংটন: তালিবান দখলে যাওয়া আফগানিস্তানে আটকে পড়েছেন বহু মানুষ। সেই তালিকায় অনেক মার্কিন নাগরিক রয়েছেন। তাদের দেশে ফেরাতে আমেরিকা প্রশাসন যাবতীয় ব্যবস্থা নেবে। এমনই জানিয়েছেন ওই দেশের প্রেসিদেণত জো বাইডেন।
ভারতীয় সময় শুক্রবার রাতের দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সামনে থেকে দেওয়া বক্তব্যে আফগানিস্তান নিয়ে মন্তব্য করেছেন জো বাইডেন। কাবুলে আটকে থাকা সকল আমেরিকার নাগরিককে দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি।
জো বাইডেন বলেছেন, “আমেরিকা নিবাসী যারা কাবুলে আটকে রয়েছেন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাদের বাড়িতে ফিরিয়ে আনব।” আফগানিস্তানের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে দাবি করে বাইডেন বলেছেন, “আফগানিস্তানের বর্তমান সময়ের ছবি দেখে কেউই সুস্থ থাকতে পারবে না। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”
আরও পড়ুন- অসুস্থ সাধন পাণ্ডে, ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব সুব্রতকে দিলেন মমতা
গত কয়েক মাসের মধ্যে সমগ্র আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। আফগানিস্তানের বহু জায়গায় অনেক দেশের নাগরিক আটকে পড়েছিলেন। যাদের প্রায় সকলেই এখন কাবুলে এসে পৌঁছেছেন। তবে সবাই নিজের দেশে যাওয়ার বিমানে উঠতে পারেনি। সেই তালিকায় বহু ভারতীয়ের পাশাপাশি আমেরিকার নাগরিক রয়েছেন। আফগানিস্তানের মাটিতে আটকে থাকা মার্কিনিদের পাশাপাশি অন্য দেশের নাগরিকদের সেখান থেকে ফেরাতে সচেষ্ট হয়েছে মার্কিন সেনা।
আরও পড়ুন- ভোটের আগে যোগী মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদ
অন্যদিকে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে ইতিমধ্যেই বিশ্বব্যাপী সমালোচনার মুখে আমেরিকা। শুধু আন্তর্জাতিকমহলেই নয়, ঘরেও চাপের মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। সেই চাপের মুখেই এবার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট । সেনা প্রত্যাহারের পূর্ব নির্ধারিত দিনের পরেও সেখানে সেনা মোতায়েন রাখার ইঙ্গিত দিলেন জো বাইডেন। যার অর্থ আগামী ৩১ অগাস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত হতে পারে বলেই মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে।