নানুর: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই বিজেপির রাজ্য নেতারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন শীর্ষনেতাদের ওপর। এ বার বীরভূমের নানুরের বিজেপি নেতা শঙ্খচূড় ঘোষ। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বকে দুষে বিস্ফোরক মন্তব্য করেন এই বিজেপি নেতা।বিজেপির সর্বভারতীয় সেক্রেটারি তথা পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম অবজারভার অরবিন্দ মেননের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সোনার বাংলা গড়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এরকম একজনকে ভরসা করেছিল এটা ভাবতে লজ্জা লাগছে’।
এই খবর প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে বিজেপি। বিধানসভার নির্বাচনে ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল, শীর্ষ নেতারা আর পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন না। ফোন করলে বন্ধ পাওয়া যাচ্ছে। দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে বিজেপিতে।
অরবিন্দ মেননকে দুষে বিজেপি নেতার সেই পোস্ট
এর মধ্যেই নানুরের প্রথম সারির নেতার এই পোস্টে বেকায়দায় পড়ে গিয়েছে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। এদিন শঙ্খচূড় ঘোষ তাঁর পোস্টে জানান, বিজেপির কেন্দ্রীয় প্রথম সারির নেতারা পশ্চিমবঙ্গের এ ধরনের বিজেপি পর্যবেক্ষক রেখে সবচেয়ে বড় ভুল করেছে। এর আগেও বীরভূমের নানুরের বিজেপি নেতা শঙ্খচূড় ঘোষ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের একটি ছবি নিয়ে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছিলেন।
আরও পড়ুন: ত্রিপুরার বিজেপি সরকার আর তালিবান সরকার এক, কটাক্ষ তৃণমূলের