সিনেমা হল খোলার দাবিতে সরব পরিচালক সঞ্জয় লীলা বানশালি।দেশের অধিকাংশ রাজ্যে হল খুলে গেলেও মুম্বই তথা মহারাষ্ট্রে এখনও বড়পর্দায় ছবি প্রদর্শনের অনুমতি দেয়নি।এই নিয়েই সরব পদ্মাবতের পরিচালক।একদিকে তাঁর মেগা প্রজেক্ট ওয়েব সিরিজ ‘হীরা মণ্ডি’-র কাস্টিং, অন্যদিকে ‘বৈজু বাওরা’-র প্রি-প্রোডাকশন।চুড়ান্ত ব্যাস্ততায় কাটছে এসএলবির দিন।শত ব্যস্ততার মাঝেই সংবাদমাধ্যমকে পরিচালক জানালেন,অবিলম্বে সিনেমা হলের দরজা খুলে যাওয়া উচিৎ।কারণ চলচ্চিত্র প্রদর্শন শিল্পের সঙ্গে বহু মানুষের রুজি-রোজগার জড়িয়ে রয়েছে।দীর্ঘদিন হল বন্ধ থাকায় ভীষণ অসুবিধের মধ্যে রয়েছেন তাঁরা।বর্তমানে যে পরিস্থিতি তাতে হল খোলা যেতেই পারে।
আরও পড়ুন – ওয়েব সিরিজ করছেন সঞ্জয়লীলা বনশালি
শপিং মল,রেস্টুর্যান্ট,জিম সবকিছুই খুলে গিয়েছে,তবে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স নিয়ে এত সমস্যা কিসের তা ভেবেই পাচ্ছেন না সঞ্জয় লীলা বানশালি।এইরকম চলতে থাকলে চলচ্চিত্র শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছেন তিনি।বর্তমানে প্লেনে উঠতে গেলেও মেডিক্যাল সার্টিফিকেট প্রয়োজন।তেমন হলে হলে ছবি প্রদর্শনের ক্ষেত্রেও এমনই নিয়ম বাধ্যতামূলক করা হোক।যে কোন উপায়েই হোক সিনেমা হলের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হোক।এমনটাই দাবি এসএলবির।শোনা যাচ্ছে, দিওয়ালিতে মুক্তি পাবে তাঁর পরের ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’।তাই গঙ্গুবাই মুক্তির আগে ফের হলে সিনেমা দেখতে অভ্যস্থ হোক দর্শক,চাইছেন সঞ্জয়।
আরও পড়ুন – এসএলবির পারিশ্রমিক ৩৫কোটি?