ক্রোয়েশিয়ার এইচএনকে সিবেনিকের জার্সিতে প্রস্তুতি শুরু সন্দেশ ঝিঙ্গানের| বৃহস্পতিবার থেকেই মাঠে নেমে পড়লেন তিনি| এখন শুধুই অভিষেকের অপেক্ষায়|
প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে ক্রোয়েশিয়ার শীর্ষলিগের ক্লাবে ডাক পেয়েছেন সন্দেশ| সুকেরের দেশে খেলার সুযোগ পেয়েই আপ্লুত ছিলেন তিনি| দীর্ঘদিন ধর চলা জল্পনাটা বুধবারই অবসান হয়েছে| ২৮ বছরের সন্দেশ ঝিঙ্গানকে দলের নেওয়ার কথা ঘোষণা করেছ এইচএনকে সিবেনিক|
গত মরসুমে সেরা ভারতীয় ফুটবলারের শিরোপা উঠেছিল তাঁর হাতে| দীর্ঘদিন ধরেই ইউরোপের প্রথম সারির দলে খেলার ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে ঝিঙ্গানের| এখন নিজেকে আরও কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে প্রস্তুত করে নিতে চান ঝিঙ্গান|
আগামী ২৩ অগস্ট মাঠে নামবে এইচএনকে সিবেনিক| সেই ম্যাচেই ভারতের তারকা ডিফেন্ডারের অভিষেক হয় কিনা সেটাই দেখার|