গত বছর স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল করণ জোহর প্রযোজিত ছবি ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল’।চলতি বছরেও মুক্তি পেয়েছে তাঁর হাউজের নতুন ছবি ‘শেরশাহ’।‘গুঞ্জন সাক্সেনা’ এবং ‘শেরশাহ’ দুটি ছবিই দারুণ প্রশংসা পেয়েছে দর্শক এবং সমালোচক মহলে।এই প্রসঙ্গে আলাদা করে ‘শেরশাহ বিক্রম বাত্রা’ ওরফে সিদ্ধার্থ মালহোত্রার কথা না বললেই নয়।বিশেষত শেরশাহ-এর অভাবনীয় সাফল্যের পর নতুন পরিকল্পনা করেছেন কেজো।প্রতি বছর একটি করে দেশাত্মবোধক ছবি তৈরির পরিকল্পনা করেছেন তিনি,এবং স্বাধীনতা দিবসের উইকেন্ডেই সেই ছবি মুক্তি পাবে।করণের ঘনিষ্ঠমহল সূত্রে কিন্তু এমনটাই খবর।
আরও পড়ুন – ‘শেরশাহ’-কে করণের কুর্নিশ
গত সপ্তাহেই জানা গিয়েছে গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার বায়োপিক প্রযোজনা করতে চলেছেন ধর্মা-র কর্ণধার।ছবির পরিচালনা করবেন কান্নান আইয়ার।এখনও ছবির কাস্টিং ফাইনাল হয়নি।কিন্তু ইতিমধ্যেই নাকি ছবি মুক্তির দিনক্ষণ সব ঠিক করে ফেলেছেন করণ জোহর।আগামী বছর স্বাধীনতা দিবসেই মুক্তি পাবে ঊষা মেহতা-র বায়োপিক।নতুন প্রজেক্ট নিয়ে রীতিমতো এক্সাইটেড কেজো।ছবির কাস্টিং নাকি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে।ছবিতে কাকে কাকে কাস্ট করেন করণ এখন সেটাই দেখার।
আরও পড়ুন – দেশপ্রেমী করণ