মুক্তি পেল অক্ষয় কুমারের ‘বেলবটম’। লন্ডনে ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন সস্ত্রীক অক্ষয় । প্রিমিয়ার শো-এ যাওয়ার ছবি শেয়ার করেছেন টুইঙ্কল খান্না। শুধু ছবি শেয়ারই নয় সোশ্যাল সাইটে আক্কির ‘বেলবটম’-কে ‘মাস্ট ওয়াচ মুভি’ বললেন টুইঙ্কল। স্ত্রী-এর প্রশংসায় আহ্লাদে আটখানা আক্কিও!
সোশ্যাল সাইটে যুগলের ছবি শেয়ার করে টুইঙ্কল লিখেছেন, যদিও তাঁদের দেখে মনে হচ্ছে তাঁরা পার্কে বেড়াতে যাচ্ছেন, তবে আদৌ তেমনটা নয়, তার থেকেও অনেক বড় ইভেন্টে যোগ দিতে যাচ্ছেন আক্কি- টুইঙ্কল, তারা ‘বেলবটম’-এর প্রিমিয়ার শো-এ যাচ্ছেন। তারপরই হ্যাশট্যাগ ‘মাস্ট ওয়াচ’ লিখেছেন টুইঙ্কল।
আরও পড়ুন : খিলাড়ির নতুন ছবি
টুইঙ্কলের পোস্টে হ্যাশট্যাগ ‘মাস্টওয়াচ’ দেখার পর মজার মুডে ছিলেন অক্ষয়ও।লিখেছেন, তিনি নন, টুইঙ্কল বলছেন বেলবটম মাস্টওয়াচ, অতএব ছবি দেখা যেতেই পারে!
অবশ্য টুইঙ্কল একা নন, ইতিমধ্যেই নেটিজেনের প্রশংসা পেতে শুরু করেছে স্পাই থ্রিলার ‘বেলবটম’। ছবির জন্য আক্কিকে শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগন।মহামারীর কালে ‘বেলবটম’-এর বড়পর্দায় মুক্তির সাহসকে সাধুবাদ জানিয়েছেন অজয়।
আরও পড়ুন : ‘শেরশাহ’-কে করণের কুর্নিশ
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ একটু শান্ত হতেই বড়পর্দায় ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল টিম ‘বেলবটম’। হিসাব মতো, এই ছবিই আসলে মহামারীর কালে মুক্তি পাওয়া বলিউডের প্রথম বিগ বাজেট ছবি। কাজেই ছবির বক্সঅফিস নিয়ে রীতিমতো আশায় আছেন নির্মাতারা। ‘বেলবটম’-এর লক্ষ্মী লাভের ওপর ইন্ডাস্ট্রির ভবিষ্যতও নির্ভর করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অনেকেই বলছেন ‘বেলবটম’ যদি বক্সঅফিসে সত্যিই সাফল্য পায়, তবেই হয়তো আটকে থাকা বিগ বাজেট ছবিগুলো মুক্তির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে পারবে বলিপাড়া।
আরও পড়ুন : আর্থিক সমস্যায় বর্ষিয়ান অভিনেত্রী