বৃহস্পতিবার বড়পর্দায় হইহই মুক্তি পেল অক্ষয় কুমারের মেগাবাজেট ছবি ‘বেল বটম’।মহারাষ্ট্র বাদে গোটা দেশের অন্য রাজ্যে মুক্তি পেয়েছে ছবি।পাশাপাশি বিদেশে ২২৫ টিরও বেশি স্ক্রিনে ‘বেল বটম’ দেখার সুযোগ পাচ্ছেন প্রবাসী ভারতীয়রা। ইতিমধ্যেই স্পেশাল স্ক্রিনিংয়ে ছবি দেখে ফেলেছেন বহু সমালোচক।তাঁদের রিভিউ অনুযায়ী খিলাড়ি কুমারের এই স্পাই থ্রিলারে বিনোদনের মোটেও কমতি নেই।
আরও পড়ুন – সেন্সরে পাশ ‘বেল বটম’
‘বেল বটম’-এ আক্কি তো দুর্দান্ত বটেই, লারা দত্তা,হুমা খুরেশি,আদিল হুসেন সহ বাকি কলাকুশলীরাও এক কথায় অনবদ্য।ছোট চরিত্রেও নজর কেড়েছেন ছবির নায়িকা বানী কাপুরও।পাশাপাশি স্কটল্যান্ডের নৈসর্গিক লোকেশনে আক্কির ফাটাফাটি সব অ্যাকশন দৃশ্য।সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে রঞ্জিৎ তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’।এমনটাই মত সমালোচকদের।বৃহস্পতিবার ছবি মুক্তির পর আক্কিকে ইনস্টাবার্তায় শুভেচ্ছা জানালেন অজয় দেবগণ।
আরও পড়ুন – ‘থ্রি-ডি’তেও আসছে ‘বেলবটম’
এরই মধ্যে খিলাড়ি ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর।‘বেলবটম’-এর পরিচালকের সঙ্গেই ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমার।প্রযোজনার দায়িত্বেও থাকছেন বাসু ভাগনানিই।ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ছবির নায়িকাও।সূত্রের খবর,নতুন ছবিতে খিলাড়ি কুমারের বিপরীতে দেখা যাবে রাকুলপ্রীত সিংকে।এখনও ছবির নাম ঠিক না হলেও শুক্রবার থেকেই ছবির কাজ শুরু হয়ে যাবে বলে জল্পনা বলিপাড়ায়।
আরও পড়ুন –রাকুলে মজেছে অক্ষয়ের মন