করোনাকালে দেশবাসীর সাহায্যের জন্য এবার এগিয়ে এলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতের কিংবদন্তি এ আর রহমান। ইংল্যান্ডে ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করায় সচেষ্ট এমন এক সংস্থার সঙ্গে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এ আর রহমান। যা থেকে প্রায় ৪০ কোটি টাকা ভারতবর্ষে করোনা আক্রান্ত মানুষের জন্য তুলে দেওয়া হয়েছে। এই ভার্চুয়াল অনুষ্ঠানে ছিলেন আন্তর্জাতিক সংগীতজগতের বেশ কিছু তারকা।
আরও পড়ুন: অলিম্পিক মাতাবে রহমানের সুর
এদের মধ্যে লিয়াম নিশন , অ্যানি লেনক্স, গ্লোরিয়া এস্তেফান, এন্ড্রিয়া বোচেল্লি, যশ গ্রোবান, ডেভিড ফ্রস্টার, আসিফ মান্ডভি, নিশাত খানের নাম বিশেষভাবে উল্লেখ্য। নিজের দেশের সংস্কৃতিকে সব সময় বিশেষ মর্যাদা দিয়ে থাকেন। সারা পৃথিবীর দর্শক-শ্রোতারা পাশ্চাত্য সঙ্গীতের পাশাপাশি ভারতীয় সংগীতকে এই অনুষ্ঠানে যেভাবে মর্যাদা দিয়েছে তাতে রহমান অত্যন্ত খুশি বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণী ছবি ছাড়াও বহু বলিউড ছবিতে রহমানের সুর দেওয়া গান সুপারহিট হয়েছে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে তিনি যে আন্তর্জাতিক মানের একজন ভারতীয় সংগীতশিল্পী তা বুঝতে সারা পৃথিবীর দর্শকদের অসুবিধা হয়নি।
প্রসঙ্গত দক্ষিণী পরিচালক কাথিরের সঙ্গে প্রায় ১৯ বছর পর রহমান আবার একই ছবিতে কাজ করলেন। ছবিতে এ আর রহমানের কম্পোজিশন ক্লাসিকে এ পরিণত হয়েছে।