আইপিএল পার্ট টু খেলা হতে চলেছে আরব আমির শাহিতে। প্রথম পর্বে ভারতের মাঠগুলিতে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু আরবে খালি গ্যালারি নাও থাকতে পারে। এই সপ্তাহের শুরুতে এমিরেটস ক্রিকেট বোর্ডের সাধারণ সচিব মুবাসির উসমানি প্রচার মাধ্যমকে জানিয়েছেন, তাঁরা মাঠে এবার দর্শকদের নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করার কথা ভাবা হচ্ছে। আইপিএল পার্ট টু’র খেলা শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরশাহীতে ধোনির চেন্নাই সুপার কিংস
বুধবার ভারতীয় বোর্ডের পক্ষে কোষাধ্যক্ষ অরুন ঠাকুর ধুমালও এমনই কথা বলেছেন। বোর্ড ইতিমধ্যে আরব আমির শাহির সরকারের কাছে এই ইস্যু নিয়ে কথা চালাচ্ছে। সকলের স্বাস্থ্য এবং সুরক্ষাকে বাড়তি প্রাধান্য দিয়ে এই পদক্ষেপ করতে হবে।ধুমাল জানিয়েছেন,‘আমরা আশাবাদী আরব সরকার অনুমতি দিয়ে দেবে। ওই দেশে সকলের টিকাকরণ হয়ে গেছে। দেখা যাক কী হয়। দর্শকরা আবার হয়তো মাঠে ফিরতে পারে। কিন্তু প্লেয়ারদের আর সাধারণ মানুষের সুরক্ষাকে বাড়তি গুরুত্ব দিতেই হবে।বাকিটা ওখানকার সরকারের উপর’।
আবার আইপিএল ম্যাচে ফিরতে চলেছে দর্শকরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাটি বলেছেন, ‘সকলের নজর এখন আইপিএলের দিকে। আমাদের আশা, জমজমাটি টুর্নামেন্ট হতে চলেছে। এইবারই শেষবারের মতো ৮ দলের খেলা হচ্ছে। পরের মরশুমে খুব সম্ভবত ১০টি দলের মধ্যে হতে চলেছে। সেইসব পরিকল্পনা নিয়ে কাজ চলছে’।
ছবি: সৌ–টুইটার।